বালাগঞ্জে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মিজান উদ্দিন (২৪ ) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে মোল্লা পাড়া গ্রামের মৃত জলাল উদ্দিনের পুত্র। আজ সোমবার (৫ জুলাই) দুপুরে নিজ বসতঘর থেকে সিলিং ফ্যানের সাথে গলায় উড়না বাঁধা অবস্থায় ঐ যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ঘটনাটির কারণ সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে আলাপকালে তেমন কিছু জানা যায়নি। তবে মৃত যুবকের চাচা মাওলানা হুসাইন আহমদ বলেন, মিজানের কিছুটা মানসিক সমস্যা ছিলো।
এ ব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন , খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় বালাগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।