ওমানে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের তালিবপুর টিলাপাড়া গ্রামের মৃত মো.ইলিয়াস আলীর ছেলে মো.শামসুদ্দিন (৩০)।
জানা যায়- ওমানে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে শনিবার রাত ১১টার দিকে মারা যান। পরবর্তীতে তার গ্রামের বাড়িতে রোববার দুপুর ১২টার দিকে মোবাইল ফোনে কল দিয়ে জানানো হয়- শামসুদ্দিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
আরো জানা যায়- দীর্ঘ দিন ধরে ওমানে বসবাস কর ছিলেন। এক বছর আগে দেশে এসেছিলেন। পবিত্র ঈদ উল আযহার সময় দেশে ফেরার কথা ছিল শামসুদ্দিনের। কিন্ত তার আগেই তিনি মারা গেলেন।
এ দিকে শামসুদ্দিনের মৃত্যুর খবর শুনে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।