সিলেটে দিন দিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রতিদিন। এদিকে জটিল রোগীদের জন্য আইসিইউ প্রয়োজন হলেও সরকারী-বেসরকারি সব হাসপাতালের আইসিইউতে বেড সংকট দেখা দিয়েছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আইসিইউতে ঠাঁই হচ্ছে না অনেক রোগীর। একটি বেডের জন্য চলছে হাহাকার। রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন স্বজনরা। কিন্তু মিলছে না আইসিউতে বেড।
জানা যায়- সিলেটে সরকারি-বেসরকারি মিলে করোনা রোগীদের জন্য ৬৭টি আইসিইউ বেড রয়েছে। এর মধ্যে বেসরকারি পর্যায়ে বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে প্রায় ৪৫টি বেড। করোনা ডেডিকেডেট হাসপাতাল সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে রয়েছে ১৬টি বেড। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে ৬টি বেড। গত ৪ দিন ধরে সরকারি-বেসরকারি কোনো হাসপাতালের আইসিইউতে বেড খালি নেই।
১০০ শয্যার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আর জায়গা খালি নেই। হাসপাতালের আর এমও ডা.সুশান্ত মহাপত্র জানান- এই হাসপাতালের ১৬টি আইসিইউ বেডের মধ্যে ১৫ টিতে রোগী ভর্তি। সাধারণ বেডে রয়েছেন ৯৩ জন। এর মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন।