শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমা থেকে মুনতাসীর আলম মুমিন নিখোঁজ



সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাহবুব আলমের আপনের ছোট ভাই মুনতাসীর আলম মুমিন (২৭) নিখোঁজের খবর পাওয়া গেছে। তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পশ্চিম পাড়া গ্রামের মৃত এখলাছ মিয়ার ছেলে। তার গায়ের রং ফর্সা, উচ্চতা ৫’-৫”, মুখমণ্ডল গোলাকার, টিশার্ট ও জিন্সপেন্ট পরিহিত ছিল। সে কানে কম শুনে এবং গুছিয়ে কথা বলতে পারেনা। সে বিজনেস স্টাডিজে ২০১৬ সালে ডিপ্লোমা পাশ করেছে।

পরবর্তীতে তার শারীরিক ক্রটি প্রকট হওয়ায় পরিবারের সানিধ্য ছাড়া সে চলা ফেরায় অভ্যস্থ ছিল না। তাহার শিশু সুলভ মন-মানসিকতা থাকায় মাঝেমধ্যে না বলে কোথাও ঘুরতে গেলে সেদিনই ফিরে আসত। তাহার স্বাভাবিকভাবে ফিরে আসার অপেক্ষা ও চতুর্দিকে খোঁজখবর নিতে থাকেন। নিখোঁজ ছেলেকে ফিরে পেতে ব্যাকুল মা-সহ পরিবার সদস্যরা। সবাই গভীর উৎকণ্ঠায় দিনপাত করছেন।

এ ঘটনায় বুধবার বিকেলে নিখোঁজ মুমিনের বড় ভাই মাহবুব আলম মোগলাবাজার এসএমপি থানায় সাধারন ডায়রি করেছেন (যার নং -১৬৭০/২১)।

এদিকে নিখোঁজ মুমিনের বড় ভাই মাহবুব আলম বলেন- কোন সহৃদয় ব্যক্তি মুমিনের সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে ০১৭১১৩০০৭৭২, ০১৭১৫০২১১২১ যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!