রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অপর্ণ



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ ও আলোচনা সভা। গত বুধবার (১৭ মার্চ) সকাল ৯টায় কর্মসূচির শুরুতে বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অপর্ণ করা হয়। এরপর সকাল সাড়ে ৯টায় প্রশাসনের উদ্যোগে বালাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ।

আলোচনা সভায় বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস্ উদ্দিন সামস্, মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এম.এ মতিন, মো. জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!