মোগলাবাজার থানা এলাকা থেকে গ্রেফতারকৃত হত্যাচেষ্টা মামলার এজাহারভূক্ত দুই আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- মোগলাবাজার থানার শ্রীরামপুর গ্রামের মানিক মিয়ার ছেলে আশিকুর রহমান (৩৫) ও রাজু আহমদ (২৭)।
আজ মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার ( ৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামীদের শ্রীরামপুরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব-৯ এর একটি দল।
তারা মোগলাবাজার থানায় দায়েরকৃত একটি হত্যাচেষ্টা মামলার ( নম্বর ২২/১০৪/২৮/০৬/২০২১) আসামী।
র্যাবের গণমাধ্যম কর্মকর্তা এএসপি ওবাইন জানান- তারা তাদের মোগলাবাজার থানায় হস্তান্তর করেন।
কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে মোগলাবাজার থানা পুলিশ।