ওসমানীনগর উপজেলার খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্যস্থ প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি, বিশিষ্ট কমিউনিটি নেতা জামাল আহমদ খান, নাজমুল হক বাবলু এবং দৈনিক জালালাবাদের চীফ রিপোর্টার আহবাব মোস্তফা খানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে গত সোমবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমএ শহীদ বাবলু।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. হারুনুর রশিদের পরিচালনায় সভায় সংবর্ধিত অতিথিবৃন্দ ছাড়াও অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, খন্দকার বাজার খুদ্দামুল কোরআন সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির লায়েক, খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য হাজী সাইস্তা মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আফতাব আলী, শামছুর রহমান, সাইস্তা মিয়া, শিক্ষানুরাগী ফয়ছল আহমদ, ডা. আব্দুল জলিল, রাজিব আহমদ, প্রধান শিক্ষক এটিএম ফখরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক সুকুমার সরকার, আব্দুল হালিম হোসাইন, ছুরাব আলী প্রমুখ।