বালাগঞ্জ উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বালাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) সুমন চন্দ্র দাস। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে তাঁর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্য উপস্থিত ছিলেন – রজত চন্দ্র দাস ভুলন, হুসাইন আহমদ, আব্দুস শহীদ, আবুল কাশেম অফিক, মো. কাজল মিয়া, মোমিন মিয়া, জাগির হোসেন জাগির প্রমুখ। অন্যান্যের মধ্যে এ সময় আরো উপস্থিত ছিলেন – অফিস সহকারী মো. মুক্তাদির মিয়া, আব্দুস শহীদ ও তোফায়েল আহমদ প্রমুখ কর্মকর্তারা।
মতবিনিময়কালে এসিল্যান্ড সুমন চন্দ্র দাস বালাগঞ্জ উপজেলায় তাঁর দীর্ঘ দেড় বছর দায়িত্ব পালনকালে উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এং সম্প্রতি উপজেলার ২০বিঘা জমি উদ্ধার বিষয়ে আলোচনা করেন।