খবরে জানানো হয়, মালের ইস্কান্দার মাগুতে অবস্থিত সেনরোজ নামের একটি বাসার নিচে গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। ভবনটিতে মূলত অভিবাসী নারী শ্রমিকরা থাকতেন। বাড়িতে প্রায় ২০ জনের মতো বিদেশি ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। আগুন লাগার পর অনেকেই বেড়িয়ে আসতে পেরেছিলেন। ফায়ার সার্ভিস ও মালদ্বীপ রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ আগুন থেকে এখন পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করেছে। আগুন নিয়ন্ত্রণে কয়েক ঘণ্টা সময় লেগেছে।
কর্তৃপক্ষ আগুনের কারণ নিশ্চিত করেনি। এ নিয়ে এখনো অনুসন্ধান চালাচ্ছে।