বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

সালাম ফেরানোর পর দোয়া



সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সমাপ্ত করা হয়। সালাম ফেরানোর পর অনেক দোয়া রয়েছে, যেগুলো পড়া সুন্নত। এখানে একটি দোয়া উল্লেখ করা হয়েছে। আয়েশা (রা.) থেকে বর্ণিত আছে, নবী (সা.) নামাজের সালাম ফেরানোর পর এই দোয়া বলতেন। (মুসলিম, হাদিস : ৫৯২; তিরমিজি, হাদিস : ২৯৮-২৯৯; আবু দাউদ, হাদিস : ১৫১২)

দোয়াটি হলো (আরবি)-

اللهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ، تَبَارَكْتَ ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ

উচ্চারণ : আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারকতা ইয়া জালজালালি ওয়াল ইকরাম।

অর্থ : হে আল্লাহ! তুমিই শান্তিময় এবং তোমার থেকে শান্তি আসে। তুমি কল্যাণময় এবং সম্মান ও প্রতিপত্তির অধিকারী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!