বরেণ্য বুযুর্গ শায়খুল হাদিস আল্লামা হাফিজ নূরুদ্দিন আহমদ গহরপুরী (রহ.)-এর প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর সিলেটের ৬৫তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ জানুয়ারি) ভোরে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে দিবারাত্রির এই মাহফিল শেষ হয়। গত শুক্রবার দুপুর থেকে অনুষ্ঠিত এই মাহফিলে সভাপতিত্ব করেন জমিয়ার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন আহমদ রাজু।
মাহফিলে নসিহত পেশ করেন- বিশিষ্ট ইসলামি আলোচক আল্লামা নূরুল ইসলাম খাঁন সুনামগঞ্জ, মাওলানা শফিকুল হক সুরইঘাটি, মাওলানা মুহিবুল হক গাছবাড়ী, মুফতী আবুল হাসান জকিগঞ্জ, মাওলানা মুহিউল ইসলাম বুরহান রেঙ্গা, মুফতি মিনহাজ উদ্দিন ঢাকা, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা নাজমুদ্দিন কাসেমী সিলেট, মাওলানা তাহির ইসলাম সুনামগঞ্জ, মাওলানা তাফাজ্জুল হক আজিজ ঢাকা, মাওলানা ওলি উল্লাহ আজাদী নারায়নগঞ্জ, মাওলানা আব্দুল হাই বাহুবলী প্রমুখ।
জামিয়ার গহরপুরের প্রধান মুফতি আল্লামা আব্দুল্লাহ্ ও হাফিজ মাওলানা সালেহ আহমদ মক্কীর পরিচালনায় মাহফিলে অনুভুতি পেশা করে সংক্ষিপ্ত বক্তৃতা করেন- সিলেট ৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ওসমানী নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান আনহার মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ।
এর আরআগে মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শায়খে গহরপুরী (রহ.)- এর ভক্ত-মুরিদসহ ধর্মপ্রেমিক মুসলিগণ বিভিন্ন প্রতিকুলতা উপেক্ষা করে মাহফিলে অংশ নেন। মাহফিল সফল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক হিসেবে প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক এবং এলাকার যুবকদের দায়িত্ব পালন করেন। মাহফিলে আখেরী মোনাজাত করেন -মাওলানা শফিকুল হক সুরইঘাটি।
আলাপকালে- মহান আল্লাহর শুকরিয়ার আদায় করে জামিয়ার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন আহমদ রাজু উক্ত মাহফিল সুষ্টভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।