বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের ১৯৭৭ ইংরেজি সালের এসএসসি ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুরে এ পুনর্মিলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান। সভাপতিত্ব করেন ১৯৭৭ ব্যাচের অন্যতম সহপাঠী শেখ মো. আবরু মিয়া।
পুনর্মিলন অনুষ্ঠানে ১৯৭৭ ব্যাচের সহপাঠী সদস্য মো. আনোয়ার আলী আনু, মাওলানা শায়েখ আব্দুন নূর মোস্তফা, মো. মাইন উল্লাহ, মো. আনোয়ার হোসেন, মো. রিয়াজ উদ্দিন, মো. আছরারুর রহমান, মো. গিয়াস উদ্দিন, মো. তফুর আলী, হাজী মো. মাসুক মিয়া, মো. মুখলিছুর রহমান, শাহাব উদ্দিন, মো. ফারুক মিয়া, মো. আব্দুন নূর অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোনাজাত পরিচালনা করেন ব্যাচের অন্যতম সহপাঠী মাওলানা শায়েখ আব্দুন নূর মোস্তফা।
দীর্ঘ ৪৫বছর পর পুনর্মিলন অনুষ্ঠানে শরিক হয়ে সহপাঠীরা আবেগাপ্লুত হন। তারা স্কুল জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং পরস্পরের প্রতি শুভেচ্ছা জানান। পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা দেশে-বিদেশে অবস্থানরত সংশ্লিষ্ট সকল সহপাঠীদের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা জ্ঞাপন করেন এবং প্রয়াত সহপাঠীদের রুহের মাগফেরাত কামনা করেন।