এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা বেগম। সভাপতিত্ব করেন এসওএস শিশু পল্লী সিলেট’র পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, উজিয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম বকুল, প্রধান শিক্ষক কালিপদ আচার্য্য। অনুষ্ঠান পরিচালনা করেন এসওএস শিশু পল্লীর প্রোগ্রাম অফিসার তানবীর আহমদ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কর্মসূচির আওতায় আগামী এক বছর বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার উপকারভোগী পরিবারসমুহকে খাদ্য সহায়তা প্রদান করা হবে। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, সোয়াবিন, লবণ, মসুর ডাল, আলু, পেঁয়াজ, গুড়োদুধ, চিনি, মুড়ি, ডিম এবং এনার্জি বিস্কুট।