বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নৌকার প্রচারণা



সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের তথা নৌকার সমর্থনে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে নৌকার প্রচারণা করেছে ইউনিয়ন যুবলীগ। শুক্রবার (২৩ জুলাই) দিনভর ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়সুল আলম কয়েস এবং সাধারণ সম্পাদক সুহেল আহমদের নেতৃত্বে বিভিন্নস্থানে সংক্ষিপ্ত পথসভা, মোটর শোভাযাত্রা, গনসংযোগ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে স্থানীয় মোরার বাজারে ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরি সংসদের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে সিলেট- ৩ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান।পথসভায় সভাপতিত্ব করেন যুবলীগের আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের আহবায়ক আব্দুল্লাহ রহমান এবং পরিচালনা করেন জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সদস্য সচিব সামছুল হক লেচু।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল আহমদ, উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল
ইসলাম ছালেহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়সুল আলম কয়েস, সাধারণ সম্পাদক সুহেল আহমদ।এর অগে মাদ্রাসা বাজারের পথসভায় সভাপতিত্ব করেন গহরপুর মাদ্রাসা ভোট কেন্দ্রের আহবায়ক আখতার আহমদ এবং পরিচালনা করেন সদস্যসচিব ফাহাদুল ইসলাম উজ্জ্বল।
সভায় বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ময়নুল ইসলাম ছালেহ, ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়সুল আলম কয়েস, সাধারণ সম্পাদক সুহেল
আহমদ।

এছাড়া ইউনয়নের ৫নং ওয়ার্ডের পিচের মুখে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন কুবেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের আহবায়ক শিহাবুল হক শিহাব, পরিচালনা করেন সদস্যসচিব সানুর মিয়া। সভায় বক্তৃতা করেন উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ময়নুল ইসলাম ছালেহ। এবং জনকল্যাণ বাজারের পথসভায় সভাপতিত্ব করেন জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের আহবায়ক
সেবুল মিয়া এবং পরিচালনা করেন সদস্যসচিব আমির মোহাম্মদ শুভ। বক্তৃতা করেন উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ময়নুল ইসলাম ছালেহ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের আহবায়ক সাহেদ আলী গেদা, সদস্য সচিব জুবায়ের আহমদ রাজু, নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আহবায়ক আলমগীর হোসেন
পভেল, সদস্যসচিব আব্দুল তাহির জাকির, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ ভোট কেন্দ্রেয় আহবায়ক শাহীন আহমদ, সদস্যসচিব এসএম আহাদ, আহমদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের সদস্যসচিব রাজু আহমদ, জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের আহবায়ক গিয়াস উদ্দিন ছুটন প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!