বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলার, বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের জামাল পুর গ্রামের কৃতিসন্তান আবু জায়েদ চৌধুরী রাহী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানাগেছে বুধবার (২৩ সেপ্টেম্বর) তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর আগে গত ২২ সেপ্টেম্বর তাঁহার করোনা টেস্টের জন্য নমুনা জমা দেওয়া হয়।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় দলের পেস বোলার আবু জায়েদ চৌধুরী রাহীর করোনা পজিটিভ। তাঁকে আইসোলেশনে রেখে কোভিড-১৯ গাইডলাইন অনুসারে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তবে আবু জায়েদ চৌধুরী রাহীর সঙ্গে নমুনা দেয়া বাকি সকল ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ।
বুধবার বিকালে বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বরের করোনা টেস্টে সবার ফল নেগেটিভ এসেছিল। তবে দুজন ছিলেন বর্ডার লাইনে (বর্ডার নেগেটিভ)। ফলে ১৬ জন অনুশীলন করেন। বাকি ১১ জনকে দূরে রাখা হয়। সেই ১১ জনসহ ক্যাম্পের জন্য ডাক পাওয়া ২৭ জনের আরেক দফা করোনা টেস্টের জন্য ২২ সেপ্টেম্বর নমুনা নেওয়া হয়। একদিন পরই (২৩সেপ্টেম্বর) তাঁদের রিপোর্ট এসেছে। এতে শুধু রাহীর শরীর করোনাভাইরাস ধরা পড়ে।