চোরাইকৃত গরুসহ বালাগঞ্জে ২জনকে আটক করেছে বালাগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টায় উপজেলার সিরাজবেগ বাজার খেয়াঘাট থেকে তাদের আটক করা হয়। বালাগঞ্জ থানার এসআই রাহুল রায় জনির নেতৃত্বে অভিযানে ১টি ন্যাড়া লাল রঙের ডেকী গরুসহ আটককৃত শামীম আহমদ (৪০) এবং লেবু মিয়া (৩৬) স্থানীয় পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৩, ধারা ৩৭৯/৪১১ পেনাল কোড, তারিখ ১৩ ডিসেম্বর ২০২৩। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ বদিউজ্জামান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।