রোটারি ক্লাব অব সিলেট সানসাইনের উদ্যোগে ‘রুল অব রোটারি ইন এডুকেশন’র শীর্ষক সেমিনার এবং নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত রেষ্টুরেণ্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেণ্ট রোটারিয়ান মোহাম্মদ সাহিদুল হক সোহেল। করোনাভাইরাসজনিত দুর্যোগে স্কুল থেকে ঝরে পড়া শিশুদের স্কুলে ফেরানো, পড়ালেখায় মনোযোগী করা এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিকাশসহ বিভিন্ন বিষয়ে ওপর গুরুত্ব প্রদান করা হয়।
ক্লাবের পাস্ট প্রেসিডেণ্ট ও সাবেক ডেপুটি গভর্ণর রোটারিয়ান আসাদুজ্জামান সায়েম ও প্রেসিডেণ্ট ইলেক্ট রোটারিয়ান মাহবুবুর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পিডিজি রোটারিয়ান ডা. মঞ্জুরুল হক চৌধুরী। প্রধান আলোচক ছিলেন রোটারি ক্লাব অব লুটন নর্থ এর প্রেসিডেণ্ট ও লুটন শহরের সাবেক মেয়র রোটারিয়ান তাহির খান। বিশেষ অতিথি ছিলেন পিডিজি রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী।
সেমিনারে আলোচক হিসেবে অংশগ্রহণ করেন – সিলেট এমসি কলেজের প্রিন্সিপাল রোটারিয়ান প্রফেসার সালেহ আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তাহমিনা ইসলাম, নর্থইষ্ট ইউনিভার্সিটির ডিন লেকচারার রোটারিয়ান তানভীর আহমেদ চৌধুরী, লেকচারার মাহবুবা হাসনাত উর্মী, রোটারি ডিস্ট্রিক ল্যাফটেনেণ্ট গভর্ণর ডা. মো. আব্দুস সালাম, রোটারি ক্লাব অব জালালাবাদ’র পাস্ট প্রেসিডেণ্ট রোটারিয়ান মাহবুব সোবহানী, সুরমা জোনের কো-অর্ডিনেটর হানিফ মোহাম্মদ, রোটারি ক্লাব অব জালালাবাদের প্রেসিডেণ্ট রোটারিয়ান আলী আশরাফ চৌধুরী খালেদ প্রমুখ।
সভায় ক্লাবের নতুন সদস্য রেশমা জান্নাতুল রুমাকে পিন পরিয়ে বরণ করেন পিডিজি রোটারিয়ান শহীদ আহমেদ চৌধুরী। সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – সাবেক ডিষ্ট্রিক সেক্রেটারি রোটারিয়ান এ.এইচ.এম ফয়সল আহমদ, পিপি রোটারিয়ান সৈয়দ আশরাফ আহমদ, ডিষ্ট্রিক ডেপুটি গভর্ণর রোটারিয়ান মাহবুবুর রহমান চৌধুরী, রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিম’র প্রেসিডেণ্ট রোটারিয়ান মোহাম্মদ এনামুল কবির, রোটারি ক্লাব অব সিলেট হোয়াইট ষ্টোন’র সভাপতি রোটারিয়ান জুনেদ আহমদ, রোটারি ক্লাব অব সিলেট হলিল্যান্ড’র সভাপতি রোটারিয়ান আহমেদ সজীব, রোটারি ক্লাব অব সিলেট মহানগর’র সভাপতি রোটারিয়ান এম.এ কাইয়ুম, পিপি রোটারিয়ান আমিনুর রহমান, রোটারি ক্লাব সিলেট হোয়াইট ষ্টোন’র আইপিপি রোটারিয়ান আলাউদ্দীন সাব্বির, রোটারি ক্লাব অব সিলেট সুপ্রিম’র প্রেসিডেণ্ট ইলেক্ট রোটারিয়ান তারেক আহমদ, পিপি এ.এইচ.আর রাব্বানী, পিপি আমিনুর রহমান, রোটারি ক্লাব অব সিলেট ভ্যালীর সেক্রেটারি মো. ইমরুল কায়েস, রোটারি ক্লাব অব সিলেট রাইজিং ষ্টার’র সেক্রেটারি নাসরিন বেগম, রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ার’র সেক্রেটারি মো. মাওদুদ আহমদ প্রমুখ।
ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন – পিপি রোটারিয়ান ফাহিম আহমদ চৌধুরী, পিপি রোটারিয়ান ওয়াসিম আহমদ চৌধুরী, পিপি রোটারিয়ান মোহাম্মদ হানিফ, পিপি রোটারিয়ান আর.আই চৌধুরী রিয়াদ, পিপি রোটারিয়ান হেলাল আহমদ, আইপিপি আনোয়ারুল হক, ভাইস প্রেসিডেণ্ট আকরামুল হক প্রমুখ।