পূর্ব শত্রুতার জেরে বালাগঞ্জ উপজেলার ৬নং পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের আমজুরে ছড়ার পানিতে বিষ ঢেলে শতাধিক হাঁস হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে সোমবার (৫ জানুয়ারি ) বালাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্থ হাঁসের খামারি আন্তার আলী।
খামারি আন্তার আলী জানান- স্থানীয় মতিউরের সাথে পূর্ব বিরোধ ছিল তার। তাই এই হাঁসগুলো মেরে ফেলা হয়েছে। ঘটনার দিন সকাল ৯টার দিকে শতাধিকেরও বেশি পালিত হাঁস বিষক্রিয়ায় মারা যায়। এছাড়া ২শটি অসুস্থ হয়ে পড়া হাঁস ও মৃত্যুর পথযাত্রী হয়ে আছে।
এ ঘটনার প্রতিকার চেয়ে তিনি বালাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।