বালাগঞ্জ উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ১ম মাহা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এর তৃতীয় খেলায় ১-০ গোলে দেওয়ান বাজার ইউনিয়ন ফুটবল টিমকে পরাজিত করেছে বালাগঞ্জ ইউনিয়ন ফুটবল টিম। এই জয়ে বালাগঞ্জ ইউনিয়ন ফুটবল দল আসরের দ্বিতীয় টিম হিসাবে সেমিফাইনালে চলে যায়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আমিনুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, মেম্বার নীল মনি, সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, যুগান্তর পত্রিকার শামীম আহমদ, বোয়ালজুড় বাজার বণিক সমিতির সভাপতি মুফতি মাহমুদ জায়গীরদার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুস শহিদ, সাবেক সভাপতি আতাউর রহমান, আব্দুস শহিদ জাহাদ, আব্দুস ছামাদ, চতুরঙ্গ স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা আব্দুন নুর, আব্দুছ ছবুর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির আলী, বর্তমান সভাপতি আব্দুর রকিব জুয়েল, অ্যাসোসিয়েশনের সহসভাপতি মুহিবুর রহমান মুহিব, প্রদিপ দাস, দুলু মিয়াসহ উপস্থিত ছিলেন ব্যবসায়ী আতাউর রহমান, আনর মিয়া, সুজিবুর রহমান, শিপলু আহমদ, জাহেদ আহমদ, ছাত্রনেতা হেলাল আহমদ, হুমায়ুন আহমদ খালিছাদার, নাজিম উদ্দীন প্রমুখ। খেলাত একমাত্র গোল করেন বিজয়ী টিমের আবু হানিফ মারুপ।
ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দেওয়ান বাজার ইউনিয়ন ফুটবল টিমের সায়াদ আহমদ। সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ধারাভাষ্যে ছিলেন রুহুল আমিন, সোলেমান আহমদ ও সালমান আহমদ।
আগামী ৯ জানুয়ারি সেমিফাইনালে স্বাগতিক বালাগঞ্জ ইউনিয়ন ফুটবল টিমের মুখোমুখি হবে বোয়ালজুড় ইউনিয়ন ফুটবল টিম।