বালাগঞ্জে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বালাগঞ্জ থানা সুত্রে জানা যায়, গাঁজাসহ গ্রেফতারকৃত ব্যক্তির নাম শেখ জামাল উদ্দিন টেনাই (৫২)। তার বাড়ি বোয়ালজুড় ইউনিয়নের নশিউরপুর গ্রামে। সে মৃত ধনাই মিয়ার ছেলে।
এব্যাপারে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ রমাপ্রসাদ চক্রবর্ত্তী জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে ৪৫০ গ্রাম গাঁজাসহ জামাল উদ্দিন টেনাইকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। প্রায় মাসখানেক আগেও তাকে গাঁজাসহরআটক করা হয়।