সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, সৌদিআরব প্রবাসী, সমাজসেবী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক এর সম্মানে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে হাটখোলা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা কে এম রফিকুজ্জামান।ইউপি সচিব নজমুল ইসলাম চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন- শেইড ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি মুহাম্মদ দিলওয়ার হোসাইন, জামিয়া তা’লীমুল কুরআন সিলেটের মুহতামিম মাওলানা ইমদাদুল হক নোমানী, সিলেট দারুল আজহা’র মুহতামিম হাফিজ মাওলানা মঞ্জুরে মাওলা, খুলনা দারুল আজিজ মাদ্রাসার পরিচালক হাফিজ মাওলানা ওয়াহিদুজ্জামান, হাটখোলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুবাশ্বির আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, কোষাধ্যক্ষ এসএম হেলাল, হাটখোলা ইউনিয়ন পরিষদের মেম্বার মনোয়ার হোসেন লিটু ও কামরান আহমদ মেম্বার ।
অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি দরিদ্রদের কল্যাণে নগদ ১লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। অনুষ্ঠানে হাটখোলা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
জানাগেছে, বিগত ২০২২ সালের ভয়াবহ বন্যায় আক্রান্ত বানভাসি মানুষের সহায়তার বিশেষ অবদান রাখায় সংবর্ধিত অতিথি আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক’কে উক্ত সংবর্ধনা প্রদান করা হয়।