জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি হতে সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হাজী তোফায়েল আহমদ বলেছেন – গরীব, দুঃখী ও মেহনতি মানুষের জন্য কিছু করতে চাই। আপনাদের সহযোগীতা না পেলে আমি কিছুই করতে পারব না। সাত সমুদ্র তেরো নদী পার হয়ে এসেছি শুধু মাত্র আপনাদের সেবা করার জন্য। তাই আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সহযোগীতা চাই।
২৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৪.০০ ঘটিকায় বালাগঞ্জ বাজারে বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে তাঁর বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা জাতীয় পার্টি নেতা মোঃ ইয়াওর আলীর পরিচালনায় উক্ত কর্মী সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টি নেতা ছিদ্দেক আলী।
স্থানীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক খলকু মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ন আহবায়ক হাসান আহমদ, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রহিম, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টি নেতা হারুন মিয়া, উপজেলা জাতীয় পার্টি নেতা আশরাফ আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা সানাওর আলী, গণেশ দাস, সিদ্দেক আলী, সিরাজুল ইসলাম সিরাজ, সুমন মিয়া, মুজাহিদ আলী, আব্দুর নুর, এনাত উদ্দিন, তারিফ উল্লা প্রমুখ।