শনিবার, ৯ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে প্রবাসী মাসুকের অর্থায়নে নির্মিত সাঁকোর বর্ণিল উদ্বোধন



বালাগঞ্জ উপজেলার ‘জান মোহাম্মদ’ খালের ওপর প্রবাসী সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের অর্থায়নে নির্মিত প্রায় ১শ ২০ফুট দীর্ঘ নতুন বাঁশের সাঁকোর উদ্বোধন করা হয়েছে।

গত ২৮সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে এক বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সাঁকোর উদ্বোধন করেন প্রবীণ রাজনীতিক, সাঁকো নির্মাণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সাঁকো নির্মাণ কমিটির উপদেষ্টা, স্থানীয় ইউপি সদস্য খন্দকার আব্দুর রকিব, প্রবীণ সাংবাদিক ডা. তখলিছ আলী, সাঁকো নির্মাণ কমিটির সাধারণ সম্পাদক দৌলত মিয়া এবিন, কোষাধ্যক্ষ শাহিন আহমদ, সদস্য মো. শিরমান উদ্দিন, তুরণ মিয়া, চাঁন মিয়া, মুক্তার আলী, সাঁকো নির্মাণ কমিটির প্রধান সমন্বয়ক দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, এলাকার প্রবীণ মুরুব্বী ওয়ারিছ মিয়া, ছাদ্দেক মিয়া, তখলিছ মিয়া, প্রমথ নাথ পুরকায়স্থ, ইলিয়াসুর রহমান, আব্দুল কাইয়ুম, আব্দুল কালাম, আফতাব আলী, আমির আলী, জাহাঙ্গীর আলম, বাবুল মিয়া, মারুফ আহমদ, লিয়াকত আলী, মজমিল আলী, আব্দুল খালিক, সাইস্তা মিয়া, ফারুক আহমদ, জাহির উদ্দিন, আব্দুস সোবহান, অমর চন্দ্র, ধরণী চন্দ্র, সাংবাদিক আব্দুল কাদির প্রমুখ।

এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন খালেরমুখ বাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা হিফজুর রহমান। স্থানীয় দেওয়ান বাজার ইউনিয়নের বশিরপুর – জামালপুর – দেওয়ানবাজার সড়কের বনগাঁও-জামালপুর গ্রামের মধ্যবর্তী নদীতে ‘জান মোহাম্মদ’র খালের ওপর এ সাঁকো নির্মাণে ৬০হাজার টাকা ব্যয় হয়েছে।

সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক

সাঁকো নির্মাণের যাবতীয় ব্যয় নির্বাহ করেছেন সৌদি আরবের রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক।

উল্লেখ্য,  বালাগঞ্জের সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলুর গত আগস্ট এবং চলতি সেপেটম্বর মাসে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত ‘বালাগঞ্জে বাঁশের সাঁকো দিয়ে চলছে ঝুঁকিপূর্ণ পারাপার’ শীর্ষক সংবাদ প্রকাশের পর জরুরী ভিত্তিতে নতুন করে ‘বাঁশের সাঁকো’ নির্মাণে আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন সৌদি আরবের রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সভাপতি, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজের আজীবন দাতা সদস্য, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুক। অবশেষে ৬০হাজার টাকা ব্যয়ে বাঁশের নতুন এ সাঁকো নির্মাণ করা হয়েছে।

এ সাঁকো দিয়ে স্থানীয় জামালপুর, বনগাঁও, জটারগাঁও, দৌলতপুর, জগন্নাথপুর, বশিরপুর, তালতলা এবং আশপাশ এলাকার শাহাপুর, হায়দরপুর, আনোয়ারপুর, শিওরখাল প্রভৃতি গ্রামের লোকজনসহ বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে। এদিকে সাঁকো নির্মাণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক দৌলত মিয়া এবিন, কোষাধ্যক্ষ শাহিন আহমদ, সদস্য মো. শিরমান উদ্দিন, তুরণ মিয়া, চাঁন মিয়া, মুক্তার আলী, রুবেল আহমদ, উপদেষ্টা কমিটির সদস্য প্রবীণ সাংবাদিক ডা. তখলিছ আলী, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য খন্দকার আব্দুর রকিব এবং প্রধান সমন্বয়ক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু এক বিবৃতিতে নতুন নির্মাণ করে দেয়ার জন্য সৌদি আরব প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!