শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

এডভোকেট মোহাম্মদ জুয়েল

বালাগঞ্জের উজ্জ্বল নক্ষত্র অধ্যক্ষ মহিউদ্দিন শীরু



অধ্যক্ষ মহিউদ্দিন শীরু

আজ আমি এমন একজন সাংবাদিক ও শিক্ষাবিদকে স্মরণ করছি। তিনি বালাগঞ্জের কৃতি সন্তান মরহুম মহিউদ্দিন শীরু। তিনি ১৯৫৫ সালের ২৫শে জুলাই বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী জামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আজির উদ্দিন আহমদ এবং মাতা মরহুমা কমরুন্নেছা। তিনি জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারী, ১৯৭০ সালে দেওয়ান আব্দুর রহিম দ্বি-পক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৭৩ সালে মদন মোহন কলেজ থেকে এইচ.এস.সি, ১৯৭৬ সালে সিলেট এম.সি কলেজ থেকে বি.এ এবং ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এম.এ পাশ করেন।

তিনি ১৯৭৩ সাল থেকে সিলেটের প্রাচীনতম পত্রিকা সাপ্তাহিক যুগভেরী’র মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এবং বিভিন্ন সময় দৈনিক সিলেটের বাণী, দৈনিক বাংলার বাণী, সাপ্তাহিক জালালাবাদ, সাপ্তাহিক সিলেট সংবাদ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), ঢাকার দৈনিক গণজাগরণ প্রভৃতি কাগজে কাজ করেন। সিলেট থেকে ১৯৮৭ সালে প্রকাশিত সাপ্তাহিক গ্রাম সুরমা ও ১৯৯২ সালে প্রকাশিত দৈনিক সুদিন পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি দি নিউজ টুডে পত্রিকার সিলেট বিভাগীয় প্রধানেরও দায়িত্ব পালন করেন।

মহিউদ্দিন শীরু সিলেট জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য ও সিলেট ডায়েবেটিক হাসপাতালের জীবন সদস্য ছিলেন। তিনি দু’বার ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। সিলেট প্রেস ক্লাবের দু’বার সাধারণ সম্পাদক (১৯৯১-৯২ ও ১৯৯৮-৯৯) ও সহ-সভাপতি (১৯৯৩-৯৪) হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সদস্য এবং সিলেট বেতারের পান্ডুলিপি পরীক্ষা-নিরীক্ষা পূর্বক নির্বাচন ও উন্নয়ন বোর্ডের একজন সদস্য ছিলেন।

মহিউদ্দিন শীরু তাঁর অসাধারণ নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলতে সক্ষম হয়েছিলেন। তিনি ওসমানীগনর উপাজেলার গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সূচনালগ্নে বিনা বেতনে দুই বছর প্রতিষ্ঠাতা ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন। শাহ্জালাল উপশহরে প্রতিষ্ঠিত সিলেট কলেজের ও প্রতিষ্ঠাকালীন সদস্য সচিব ছিলেন।

লেখক : আইনজীবী ও রাজনীতিবিদ

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!