দক্ষিণ সুরমার বদিকোনা গ্রামের মৃত বশির মিয়ার ছেলে জামিল আহমদ এর বাসা থেকে কাজের মেয়ে শান্তা (১২) ২২ জানুয়ারি রোববার রাত আনুমানিক ৮টা থেকে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে গৃহকর্তা জামিল আহমদ বাদী হয়ে দক্ষিণ থানায় সাধারণ ডায়েরী করেছেন। যার নং ১০৭৪ তাং ২২/০১/২০২১ইং।
সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়- জামিল আহমদের কাজের মেয়ে শান্তা ২২ জানুয়ারি রাত ৮টার দিকে বাসার কাউকে কিছু না বলে বের হয়ে যায়। এরপর আশে-পারে বাসা ও তারি নিকট আত্মীয়-স্বজনদের বাড়ি সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে পাওয়া যাচ্ছে না।
হারিয়ে যাওয়ার সময় শান্তার পরনে ছিলো সেলোয়ার ও কামিজ, তার উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি, গায়ের রং কালো, শারীরিক গঠন- স্বাস্থ্যবান, মুখে কালো দাগ আছে, মাথার চুল কালো, লম্বা-স্বাভাবিক। সে সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তবে ০১৬২৯ ৫৫৪৩৫৪ নম্বারে অথবা দক্ষিণ সুরমা থানায় অবগত করার জন্য অনুরোধ করা হলো।