শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

চাম্পারকান্দি আন-নূর মহিলা মাদ্রাসা উন্নয়নে কুয়েত প্রবাসী হেলাল উদ্দিনের অনুদান প্রদান



বালাগঞ্জ উপজেলার গহরপুরের চাম্পারকান্দি আন-নূর মহিলা মাদ্রাসার (অজুখানা) উন্নয়নের জন্য নগদ ২০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন জামালপুর গ্রামের কুয়েত প্রবাসী, সমাজসেবী মো. হেলাল উদ্দিন।

সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে কুয়েত প্রবাসী সমাজসেবী মো. হেলাল উদ্দিনের পক্ষ থেকে মাদ্রাসার মুহতামিম মাওলানা আতিকুর রহমানের হাতে এ অনুদানের টাকা তুলে দেওয়া হয়।
অনুদানের টাকা হস্তান্তর উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, জামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা আতিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ-সম্পাদক এসএম হেলাল, স্থানীয় ইউপি মেম্বার সাইফুল ইসলাম, মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা আব্দুল্লাহ্ আল মামুন তালুকদার, এবং মাওলানা নাজমুল ইসলাম ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!