বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে গৌরীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ



বালাগঞ্জের গৌরীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। গৌরীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মানসম্মত শিক্ষা শেখ হাসিনার দীক্ষা, মায়ের দেওয়া খাবার খাব মনের আনন্দে স্কুলে যাব’ এই স্লোগান নিয়ে সোমবার (৫ আগষ্ট) দুপুরে সদর ইউনিয়ন বালাগঞ্জ এর পৃষ্ঠপোষকতায় এ স্কুলব্যাগ ও টিফিনবক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তাছাড়া এসময় এলাকার যুক্তরাজ্য প্রবাসী মোঃ খালিছ আলী সফিক ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন মানিক যুক্তরাজ্য গমন উপলক্ষে এক বিদায় সংবর্ধনা ও অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধানশিক্ষক সন্তোষ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রকীব ভূইয়া, বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, যুক্তরাজ্য প্রবাসী হাজী সোনাফর আলী, ইউপি সদস্য রিয়াজ আহমদ রিয়াদ, ছাত্রলীগের নেতা মইনুল ইসলাম, শামীম আহমদসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!