বালাগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। তাঁহার বিতরণকৃত ত্রাণের মধ্যে শুধুমাত্র চাল ছিল।
তিনি সোমবার (৫ আগষ্ট) দিনব্যাপী উপজেলার পূর্ব গৌরীপুর ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নূতন সুনামপুর, হাড়িয়ার গাঁও, দক্ষিণ গৌরীপুর, নারায়নপুর, কচুয়ারপার এসব বন্যাদুর্গত এলাকার প্রায় দুইশত পরিবারের মধ্যে নূতন সুনাম পুর সরকারী প্রার্থমিক বিদ্যালয়ের সম্মুখে ত্রাণ বিতরণ করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রদত্ত এসব ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – নূতন সুনাম পুর জামে মসজিদের মুতাল্লী হাজী আব্দুল জব্বার, সংরক্ষিত মহিলা সদস্য জবারুন নেছা, সাবেক মেম্বার আব্দুল মতিন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সমাজসেবক – সেলিম খাঁন, মোঃরাজুল মিয়া, রিয়ান উল্লাহ, শাহীনুল হাসান, ছমির মিয়া, আছকর আলী, মুমিনুল হক, আব্দুর রুপ, আবুল কাশেম ও হাসান আহমদ প্রমুখ।