শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতির উদ্যোগে শিক্ষার্থীদের সিএনজি ভাড়া কমলো ৫ টাকা করে



বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের কলেজে আসা যাওয়ার সিএনজি ভাড়া নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ টাকা করে কমানো হয়েছে। এ ভাড়া কমানো নিয়ে গত সোমবার (৫ আগষ্ট) দুপুরে বালাগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ কালাম মিয়া এর উদ্যোগে বালাগঞ্জ অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দদের সাথে বিশেষ আলাপ আলোচনা হয়। যার ফলশ্রুতিতে অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ মানবিক দিক বিবেচনা কলেজ ছাত্র-ছাত্রীদের ভাড়া বর্তমান ভাড়া থেকে ৫ টাকা কমিয়ে আনেন।

কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ কালাম মিয়া এ ব্যাপারে আলাপকালে জানান, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের কলেজে আসা যাওয়ার ভাড়া অধিক হয়ে যাওয়ায় তিনি এ বিষয়ে সিএনজি বালাগঞ্জ শাখার সভাপতি, সম্পাদক, ক্যাশিয়ার ও শ্রমিক নেতৃবৃন্দদের সাথে ভাড়া অর্ধেক করার প্রস্তাব দেন। তখন তারা তাকে বলেন, আমরা অর্ধেক ভাড়ায় শিক্ষার্থীদের আনতে গেলে আমাদের সমস্যা হবে তাই যেখানে ১৫ টাকার ভাড়া সেখানে ৫ টাকা কমে ১০ টাকা দিলে চলবে।

এ বিষয়ে বালাগঞ্জ অটোরিক্সা সিএনজির ক্যাশিয়ার সাবুল আহমদ বলেন, মানবিক দিক বিবেচনা করে আমরা এ ভাড়া কমিয়েছি। তাছাড়া শিক্ষার্থীরা আমাদের কারো ভাই কারো বোন বা আত্মীয়স্বজন হবে। তাই বালাগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আবুল কালাম প্রস্তাব নিয়ে আসলে সবদিক বিবেচনা করে আমরা সবাই ৫ টাকা কমানোর সিদ্ধান্ত নেই।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!