শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বিজ্ঞপ্তি

বোয়ালজুড় বাজার উচ্চ‌বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ প‌রিষদ ইউকের নবনির্বাচিত ক‌মি‌টির অভিষেক



বালাগঞ্জের বোয়ালজুড় বাজার উচ্চ‌বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ প‌রিষদ ইউকের নবনির্বাচিত ক‌মি‌টির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) পূর্ব লণ্ডনের হোয়াইটচ্যাপেলস্থ একটি রেস্তোরায় এ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি লুৎফুর মিয়ার সভা‌তি‌ত্বে এবং সাধারণ সম্পাদক বাহরাম খান ও সা‌বেক সাধারণ সম্পাদক এনামুল হক হেলা‌লের সঞ্চালনায় এতে প্রধান অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র মাইয়ুম তালুকদার।

বি‌শেষ অ‌তি‌থি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  – বালাগঞ্জ ওসমানী নগর এডু‌কেশন ট্রা‌স্টের সভাপ‌তি বদরুল ইসলাম , সাধারণ সম্পাদক নজমুল ইসলাম, কাউন্সিলর ইকবাল হোসাইন, কাউন্সিলর আব্দুল ম‌তিন, সাংবা‌দিক ও মানবা‌ধিকারকর্মী আনছার আহমদ উল্লাহ, ক‌মিউনি‌টি নেতা লুৎফুর রহমান ছায়াদ, যুব সংগঠক জামাল আহ‌মেদ খান, নেছাওর মিয়া, শেরুজ্জামানখান কুনু, হেলাল চৌধুরী সে‌লিম, মিজানুর রহমান মীরু, ফয়জুর রহমান ফ‌য়েজ, মোদ্দা‌বির হো‌সেন চুনু, আনসার আলী, মোহাম্মদ আলী জিলু, সজ্জাদ মিয়া, লুদু মিয়া, আবুল কালাম সেতু, আব্দুল আলীম , মোশাহীদ আলী, আব্দুর র‌কিব, সাহ মিয়া মোহন, আব্দুল হা‌সিম, নেপুর মিয়া, রুনু মিয়া, কামরুজ্জামান, নজরুল ইসলাম, জু‌বের মিয়া, নুরুল আমিন, আব্দুল বেলাল চৌধুরী সি‌জিল, বাবুল কামালী, ছাইদুর রহমান, রা‌সেদ আহমদ, কামরুল ইসলাম মা‌নিক উদ্দীন, আব্দুস সালাম প্রমুখ

উপ‌স্থিত অ‌তি‌থিবৃন্দ ও সদস‌্যগণ সংগঠ‌নের অ‌তীত কর্মকা‌ন্ডের ভূয়সী প্রশংসা ক‌রেন এবং বর্তমান ক‌মি‌টি‌র নেতৃ‌ত্বে সংগঠ‌নের কার্যক্রম আরো ব‌্যাপকভা‌বে প্রসা‌রিত হ‌বে এই প্রত্যাশা ব‌্যক্ত ক‌রে সর্বাত্বক সহ‌যো‌গিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিদ‌্যাল‌য়ের বিপুল সংখ‌্যক প্রাক্তন ছাত্র ও বি‌ভিন্ন সামা‌জিক এবং রাজ‌নৈ‌তিক সংগঠন ও ক‌মিউনি‌টি নেতৃবৃ‌ন্দের বিপুল উপ‌স্থি‌তি ছিল। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন ইউসুফ ইসলাম।

 

 

 

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!