রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে সামাজিক সংগঠন ‘আলো’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন



বালাগঞ্জে সামাজিক সংগঠন ‘আলো’র অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১ জুলাই রোববার বিকেলে উপজেলার গহরপুর মোরার বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে এ সংগঠনের আত্মপ্রকাশ করা হয়।

সামাজিক সংগঠন ‘আলো’র অভিষেক অনুষ্ঠানে কেক কাটছেন দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল আলম ও অন্যান্য অতিথি বৃন্দ। ছবি : বালাগঞ্জ প্রতিদিন

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী হাজী মো. সাইস্থা মিয়া। সংগঠনের কর্মকর্তা জেবলু আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সমাজকর্মী মো. তোরন মিয়া, ময়নুল ইসলাম ছালেহ, শফিক মিয়া, সোহেল আহমদ, আব্দুর রকিব, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক এসএম হেলাল, দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জিয়াউল হক পান্না, সংগঠনের কর্মকর্তা আরিফ আহমদ রাহি, মো. নুরুল ইসলাম সামাদ, তোফায়েল আহমদ, বদরুল ইসলাম, শামিম আহমদ, মাসুদুর রহমান, দিনার আহমদ, রুজেল আহমদ, শামছুল আহমদ, আবুল হাসান, জামিল আহমদ, ফাহাদ আহমদ, তোফায়েল আহমদ, সেজন আলী, জাহিদ হাসান, এয়াহহিয়া মিয়া, মাহদী আহমদ, মাছুম আহমদ, নাছিম আহমদ, মুক্তাদির রহমান, সাইদ আল শিহাব, আরিফ আহমদ, তারেক আহমদ প্রমুখ।

সামাজিক সংগঠন ‘আলো’ এর কর্মকর্তা বৃন্দ। ছবি : বালাগঞ্জ প্রতিদিন

অনুষ্টানে মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান (কলুমার হুজুর)।

মোনাজাত পরিচালনা করছেন মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান। ছবি : বালাগঞ্জ প্রতিদিন

উল্লেখ্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষার্থীদের নিয়ে গঠিত উক্ত সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে একাধিক মুমূর্ষু ব্যক্তিকে স্বেচ্ছায় রক্তদান করা হয়েছে। আগামীতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি সহ সমাজ উন্নয়নে আরো ভুমিকা রাখার প্রত্যায় ব্যক্ত করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!