পূ্র্ব লণ্ডনের একটি প্লে গ্রাউন্ডে এলোপাতাড়ি গুলি করার দায়ে বেথনাল গ্রীনের শাব্বির আহমদ, বো এলাকার ফরিদ ফরহাদ এবং ক্যানিং টাউন এর সম্রাট হুসাইনকে ৫০ বছরের অধিক সাজা দিয়েছে স্নারেসব্রোক ক্রাউন কোর্ট । ঘটনাটি সংঘটিত হয়েছিল গত বছর অর্থাৎ ২০১৭ সালের ১৫ জুলাই রাত প্রায় ১০:২০ ঘটিকায়। এ সময় কতিপয় যুবক সশস্ত্র অবস্থায় হোয়াইট চ্যাপেলের ব্রাডি স্ট্রিটের ঘটনা স্থলে প্রবেশ করে উপস্থিত লোকজনের উপর এলোপাতাড়ি গুলি করে চার জনকে আহত করে পালিয়ে যায় ।
বেথনাল গ্রীনের ম্যাককলাম রোডের ২৭ বছর বয়স্ক শাব্বির আহমেদে এবং বো রেইনহিল রোডের ২২ বছর বয়স্ক ফরিদ ফরহাদ ঘটনার ঠিক আগ মুহুর্তে উল্লেখিত প্লে গ্রাউন্ডে প্রবেশ করে উপস্থিত লোকজনের উপর বন্দুক তাক করে গুলি করে, পরে আহমেদ একটি কারে করে ও ফরহাদ দৌড়ে পালিয়ে যায়। এদিকে আহমদ যে কারে পালিয়েছিল, সে কারটি ড্রাইভ করছিল ক্যানিং টাউনের ৩২ বছর বয়সী সম্রাট হুসাইন। আর এ সব কিছুই পুলিশি তদন্তে সিসিটিভিতে ধরা পড়েছিল।
দীর্ঘ দিন শুনানি শেষে তারা প্রত্যেকেই দোষী প্রমাণিত হয় এবং গত ২৮ জুন বৃহস্পতিবার তাদেরকে বিভিন্ন মেয়াদে প্রায় ৫০ বছরের অধিক জেল দণ্ড প্রদান করা হয়। এর মধ্যে আহমদকে ২১ বছর, হুসেনকে ১৭ বছর এবং ফরহাদকে ১৫ বছরের জেল দেওয়া হয় ।
এই ঘটনায় গুরুতর আহত একজন ভুক্তভোগী জানান, এই রায়ের মাধ্যমে জনগণকে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হতে সাহস যোগাবে। তাছাড়া তিনি সন্দেহভাজন আর্মস ধারীদের ব্যাপারে নাগরীকদের সচেতন থেকে পার্শ্ববতী পুলিশ স্টেশনে খবর দিতে অনুরোধ করেন।