মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ‘হাজী মোহাম্মদ ইছকন্দর আলী মানবকল্যাণ ট্রাস্ট’-এর খাদ্যসামগ্রী বিতরণ



বালাগঞ্জে ‘হাজী মোহাম্মদ ইছকন্দর আলী মানবকল্যাণ ট্রাস্ট’-এর পক্ষ থেকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৭জুলাই) দুপুরে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের দিঘি ওয়ালী বাড়ীতে এলাকার ৪২টি দরিদ্র পরিবারকে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

ট্রাস্টের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী আনছার আহমদ এবং সহকারি পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মো. আনহার মিয়ার অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তাঁদের পিতা, প্রবীণ সালিশী ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ ইছকন্দর আলী।

এসময় উপস্থিত ছিলেন- ট্রাস্টি পরিবারের সদস্য মজিদ আলী, মো. ছমির আলী, আতাউর রহমান আতাউল, এনামুল হক, সুয়াইব আহমদ নিপু, শিহাব আহমদ ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অর্থ-সম্পাদক এসএম হেলাল।

উল্লেখ্য, চলতি বছরের বিগত ২৪ এপ্রিল উক্ত ট্রাস্টের যাত্রা শুরু হয়। এরপর থেকে ট্রাস্টের পক্ষ থেকে এলাকার গরীব-দুঃখী-অসহায় লোকদের সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!