শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় মৃত্যু ২, আক্রান্ত ৩৪১



গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে মারা গেছেন ২ জন এবং গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩৪১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ১৮৬ জন, সিলেট ওসমানী হাসপাতালের ১৭ জন, সুনামগঞ্জ জেলার ২২ জন, হবিগঞ্জ জেলার ৫৬ জন ও মৌলভীবাজার জেলার ৬০ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ১০৯ জন। এর মধ্যে সিলেট জেলার ৯৭ জন ও মৌলভীবাজার জেলায় ১২ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ৩২ হাজার ৩৫৪ জন এবং সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ২৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলার ২ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫৫৭ জন। এর মধ্যে সিলেট জেলার ৪৪৭ জন, সুনামগঞ্জের ৪১ জন, হবিগঞ্জের ২৬ জন এবং মৌলভীবাজারের রয়েছেন ৪২ জন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!