শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন জেলা পরিষদ সদস্য নির্বাচিত 



সিলেট জেলা পরিষদের নির্বাচনে ৪নং (বালাগঞ্জ) ওয়ার্ডের নির্বাচনে সদস্য পদে উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন জয়লাভ করেছেন। টিউবওয়েল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে তিনি ৪৬ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া হাতি মার্কা নিয়ে ২৭টি ভোট পেয়েছেন।

গত সোমবার (১৭ অক্টোবর) উপজেলা সদরে সরকারি ডি.এন উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে অপর প্রার্থী আতিকুর রহমান তালা মার্কায় পেয়েছেন ৭ভোট। অনুষ্ঠিত নির্বাচনে উপজেলা পরিষদ এবং ৬টি ইউনিয়নের মোট ৮১টি ভোটের মধ্যে ৮০টি ভোট প্রদান করা হয়েছে। একজন ভোটার ভোট প্রদানে অনুপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!