শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে কুশিয়ারা এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত



গত সোমবার (৫ আগষ্ট) সন্ধ্যায় বালাগঞ্জ বাসস্ট্যান্ডে কুশিয়ারা বিজনেস ফোরামের সহযোগী প্রতিষ্ঠান কুশিয়ারা এন্টারপ্রাইজ-৩ এর শুভ উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কুশিয়ারা বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগরের সভাপতিত্বে ও প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার মাওলানা আশিকুর রহমানের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল আলী।

উক্ত উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন – জামেয়া ইসলামীয়া ফিরুজাবাগ বালাগঞ্জ মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক, বালাগঞ্জ আদর্শ মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ছাদ উদ্দিন, শিক্ষাসচিব মাওলানা আব্দুল বাতিন, তিলক চানপুর আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা হুসাইন আহমদ মিসবাহ, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য আবুল কাশেম অফিক, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কওছর আহমদ, সদস্য জয়নাল আবেদীন, হামছাপুর মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মিসবাহ উদ্দিন মিসলু, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আবুল কাশেম, মাওলানা আব্দুল আওয়াল সুহেল, মাওলানা গিয়াস উদ্দিন নোমান, আবু শাহজাহান, আব্দুল মুহিতসহ বালাগঞ্জ বাজারের শতাধিক ব্যবসায়ীবৃন্দ। দোয়া পরিচালনা করেন কুশিয়ারা বিজনেস ফোরামের চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আসগর।

উল্লেখ্য যে, কুশিয়ারা এন্টারপ্রাইজ হচ্ছে কুশিয়ারা বিজনেস ফোরামের একটি প্রতিষ্ঠান। বালাগঞ্জ ও ওসমানী নগর উপজেলার বসুন্ধরা, অমেরা, বেক্সিমকো কোম্পানির এল,পি গ্যাস সিলিন্ডার, চুলা, রেগুলেটর ইত্যাদির সরবারহকারী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!