বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ান বাজার ফুটবল ক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ফুটবল ক্লাবের উদ্যোগে স্থানীয় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (২২ জানুয়ারি) বিকালে স্থানীয় দেওয়ান বাজারে ক্লাবের কার্যালয় প্রাঙ্গণে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য প্রবাসী মাসুকুর রহমান জাহিদ, সুহেল আহমদ, আনহার আলী ইয়াকুব, ইসলাম উদ্দিন, বিল্লাহ আহমদ, আরব আমিরাত প্রবাসী মাসুম আহমদ, রুহেল মিয়া ও কাতার প্রবাসী মারুফ রফিক মুন্নার অর্থায়নে এ কম্বল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন আনোয়ার। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মী এস আলম।
দেওয়ান বাজার ফুটবল ক্লাবের কর্মকর্তা ইমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সমাজকর্মী শামীম আহমদ, ক্লাবের সদস্য জাফর আহমদ মিন্টু, সুলতান আহমদ, সুজন আহমদ, ফাহিম আহমদ, আব্দুল কাইয়ুম, দিলওয়ার হোসেন, সাইফুল ইসলাম, জামিল আহমদ, ইমরান আহমদ, জাবির আহমদ, আব্দুল কাইয়ুম (২) বশির আহমদ, হোসাইন আহমদ, ইউছুফ আলী, জামিল আহমদ, সুহেল আহমদ, নাঈম আহমদ, সুহেল আহমদ (২), সুলতান শরীফ প্রমুখ। এ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা মারুফ আহমদ রাসুম।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!