রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা যুব কমান্ডের প্রতিজ্ঞা হোক সঠিক মুক্তিযোদ্ধা পরিবারদের খোঁজে বের করা : সুলতান মাহমুদ শরীফ

সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত



গত ২৮মে (মঙ্গলবার) পূর্ব লন্ডনের স্থানীয় জান্নাহ গ্রীল রেস্টুরেন্টে সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা যুব কমান্ডের এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নবগঠিত সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক দেলোয়ার হোসেন বেগের সভাপতিত্বে ও সদস্য সচিব রাছেল সিরাজের পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সর্বজন শ্রদ্ধেয় সুলতান মাহমুদ শরীফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের প্রতিজ্ঞা হোক সঠিক মুক্তিযোদ্ধা পরিবারদের খোঁজে বের করা। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নিরলস কাজ করা।

আলোচনা পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মান্না রায় ও যুগ্ম আহ্বায়ক সপন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমেদ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমেদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আ,স,ম মিসবাহ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক হেলাল, যুক্তরাজ্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ারুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম কামাল, বিশিষ্ট লেখক ও সাংবাদিক তৈহিদ হোসেন ফিতরাত ,লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা নাছির উদ্দিন,সাবেক ছাত্রনেতা দীপঙ্কর তালুকদার, সাবেক ছাত্রনেতা বাবর আলী, যুক্তরাজ্য মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাধারণ সম্পাদক মুহিবুর রহমান কয়ছর, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ও লন্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরওয়ার জাহান, যুক্তরাজ্য ছাত্রলীগের সহ সভাপতি সারওয়ার কবির, লন্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতিদের মধ্যে সুহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবু ছলমান মুরাদ সহ প্রমুখ নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন লন্ডন মহানগর আওয়ামী লীগ নেতা আশিকুর রহমান আশিক, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আখতার হোসেন বাবলু, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিকদের মধ্যে সম্পাদক মাহমুদ আলী, লিলু মিয়া তালুকদার, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম ফয়সাল, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মন্ডলীর সদস্যদের মধ্যে কবির খান, শাহ রায়হান উদ্দিন, লন্ডন মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতিদের মধ্যে নূরুল হক, সায়েদ আহমেদ শাহীন, যুগ্ম সম্পাদকদের মধ্যে রানা আব্দুল্লাহ, রুহুল আমিন চৌধুরী, প্রচার সম্পাদক সায়েক আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাজিদুর রশিদ, অন্যতম সদস্য লিটন আহমেদ চৌধুরী, লন্ডন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেলিম আহমেদ, যুব নেতা আবু বক্কর সহ বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক নেতা কর্মী।

সংগঠনের সদস্য জামান রাজার কোরআন তিলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপস্থিত সবাইকে নিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরিশেষে সংগঠনের আহ্বায়ক ও সভার সভাপতি দেলোয়ার হোসেন বেগের সমাপনী বক্তব্য ও সংগঠনের সদস্য জামান রাজার দোয়ার মাধ্যমের সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন