সে সময় উসপস্থিত ছিলেন, সাংবাদিক জসিম উদ্দীন সরকার, ওয়াসীম আকরাম, বাংলাদেশ কমিউনিটির গাউস শিকদার, ইসকান্দার আলী মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী হাজি আলাউদ্দীন, নূর হোসেন, মানিক মোল্লা, মফিজুল ইসলাম, ইকবাল হোসেন জয়, জামাল হাসান, দুলামিয়া, এসএম জসিম, আতাউর রহমান, আব্দুল করিম সহ অনেকে।
আবুল বাশার প্রধানের মা বাবা ও তার পরিবার পরিজন সহ সকলের জন্য এবং বিশ্ব উম্মার শান্তি কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করেন জবরুল ইসলাম।