বুধবার, ২ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সিলেট – ৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে



সিলেট – ৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত একটানা এ ভোটগ্রহণ চলবে। এ আসনে সবকটি কেন্দ্রে এবারই প্রথমবার ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) অনুষ্ঠিত হচ্ছে নির্বাচন।

করোনায় আক্রান্ত হয়ে এই আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যাওয়ায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচনে প্রতিদ্ব›িদ্ধতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব (নৌকা), জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক (লাঙ্গল) বিএনপি থেকে বহিস্কৃত ও সাবেক সংসদ শফি আহমেদ চৌধুরী ( মটর গাড়ী) এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া (ডাব)।

জানাগেছে, এ নির্বাচনে মোট ৪ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্ধতা করছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার। নির্বাচন কালীন সময়ে সকল অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মকর্তাগণের সমন্বয়ে ২ সদস্য বিশিষ্টি একটি ‘নির্বাচনী তদন্ত কমিটি’ গঠন করেছে নির্বাচন কমিশন।
কমিটিতে রয়েছেন সিলেটের যুগ্ম জেলা ও দায়রা জজ তাসলিমা শারমিন ও সিনিয়র সহকারী জজ নির্জন কুমার মিত্র।
এ ছাড়া আসনটির ভোট গ্রহণ উপলক্ষে ৩ জন ম্যাজিস্ট্রেটও নিয়োগ দিয়েছে ইসি। ভোটকেন্দ্রে রয়েছে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের ১৭ থেকে ১৮ জন সদস্য। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত রয়েছেন ১৮ থেকে ১৯ জন সদস্য।
তারা সার্বক্ষণিক ভোট কেন্দ্রের নিরাপত্তা দিচ্ছেন। পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত মোবাইল ফোর্স ২১টি, স্ট্রাইকিং ফোর্স ১২টি, র‌্যাবের ১২টি টিম ও ১২ প্লাটুন বিজিবি মোতায়েন আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত মাঠে থাকবে ।

বিজিবি’র সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। ভোট গ্রহনকালে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রাখা হয়েছে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এবং নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!