শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ছেলে ধরা সন্দেহ হলে পুলিশকে খবর দিন : বালাগঞ্জ থানা পুলিশের মাইকিং প্রচারণা



সাম্প্রতিক সময়ে পদ্মা সেতুতে শিশুর কাটা মাথা ও রক্ত লাগবে এমন গুজবে উঠেছে। বালাগঞ্জ থানার উদ্যোগে আজ সোমবার (২২ জুলাই) মাইকিং করা হয়েছে এমন গুজবে কান না দেয়ার জন্য।

উল্লেখ্য যে, পদ্মা সেতুতে শিশুর কাটা মাথা ও রক্ত লাগবে এমন ইস্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহে গণপিটুনির মাধ্যমে একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা ফৌজদারী অপরাধ।

এমতাবস্থায় জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে টহল ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। স্কুল-কলেজ ছুটির পর শিক্ষার্থীদের অভিভাবকের মাধ্যমে প্রতিষ্ঠান ত্যাগের বিষয়টি শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারী কর্তৃক নিশ্চিত করণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

জনগণ যাতে ছেলে ধরা গুজবে কান না দেয় সে জন্য সচেতনতা মূলক প্রচার-প্রচারণা চালাতে সিলেট জেলার সকল থানার অফিসার ইনচার্জকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এছাড়াও মসজিদের ইমাম, এলাকার জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, সুধী সমাজ, কমিউনিটি পুলিশের প্রতিনিধি এবং উঠান বৈঠকে গুজবে সাড়া দিয়ে যাতে জনগণ আইন নিজের হাতে তুলে না নেয় সে বিষয়েও প্রচারণা চালানোর জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। তথাপি এলাকায় কোন অপরিচিত ব্যক্তির চলাফেরায় সন্দেহের সৃষ্টি হলে স্থানীয় থানা পুলিশের সহায়তা অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ কল করে জানানোর জন্য মাইকিংয়ে বিশেষভাবে অনুরোধ করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!