মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে গ্রাম ডাক্তারদের রিফ্রেসার প্রশিক্ষণের উদ্বোধন 



বালাগঞ্জে ২১ দিন ব্যাপী গ্রাম ডাক্তারদের রিফ্রেসার প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুধবার (৩ মার্চ) এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল।

বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিএইচও ডাঃ এইচ এম শাহরিয়ার। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার সমিতির সমন্বয়কারী ও গ্রাম ডাক্তার প্রশিক্ষণ সহায়িকার প্রকাশক গ্রাম ডাক্তার জোবায়ের মোহাম্মদ খান আজাদ।

বক্তব্য রাখেন – সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মামুন আহমদ, প্রদ্যুন্ম কুমার দাস পরিমল, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক শাহাবুদ্দিন শাহীন, ডাঃ সানজিদা বেগম, ডাঃ ফারহানা হক, ডাঃ সেতু, আশরাফুল ইসলাম, রকীব আলী, আব্দুল আলী প্রমুখ।

শুরুতে কুরআন তেলাওয়াত করেন মোঃ সেলিম আহমদ, গীতাপাঠ করেন মিঠুন চৌধুরী।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন