বালাগঞ্জের সিএনজি চালক নানু মিয়া ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। এব্যাপারে তার বড় ভাই রানা মিয়া বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় জিডি করেছেন গত ৯ অক্টোবর।
জানা যায়, গত ৬ অক্টোবর সিলেট করিম উল্ল্যা মার্কেটের সম্মুখ থেকে নানু মিয়া (২৮) কে ডিবি পরিচয় দিয়ে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ০১৭৭১১৪৬৯৯৮ বন্ধ রয়েছে। তার বড় ভাই রানা মিয়া বিশেষভাবে অনুরুধ করেছেন, যদি কেহ তার ভাইকে পান তবে ০১৭২৭৭৫৩৯৮৭ নাম্বারে যেন যোগাযোগ করেন।