শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

খলিলুর রহমান বালাগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত



বাংলাদেশ শিক্ষক সমিতি বালাগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গত সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ে সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির সভাপতি রফিকুল আলম। সম্মেলনে বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ কুমার রঞ্জনকে সভাপতি এবং দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৬সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়।

গঠিত কমিটির অন্য কর্মকর্তারা হলেন – সিনিয়র সহসভাপতি সুশীল দেবনাথ (প্রধান শিক্ষক চান্দাইরপাড়া উচ্চ বিদ্যালয়), অতিরিক্ত সাধারণ সম্পাদক মনতোষ সরকার (প্রধান শিক্ষক আজিজপুর উচ্চ বিদ্যালয়), যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান (সিনিয়র শিক্ষক বাংলাবাজার উচ্চ বিদ্যালয়) এবং সাংগঠনিক সম্পাদক আলী আমজাদ ভূঁইয়া (তয়রুন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়)। সম্মেলনে প্রধান শিক্ষকদের মধ্যে আরও বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দিলীপ কুমার তালুকদার, মো. রোকন উদ্দিন, মো. জাকারিয়া আহমদ, রফিকুল ইসলাম। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকবৃন্দ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!