সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনায় বালাগঞ্জে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৩ আগস্ট) বাদ জুময়া উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন জাতীয় পার্টি ও যুব সংহতির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় মোরারবাজার জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গফুর শরষীপুরী।
মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হুসেন আহমদ হুশিয়ার, দক্ষিণ আফ্রিকা প্রবাসী জাতীয় পার্টির নেতা লুৎফুর রহমান, বালাগঞ্জ উপজেলা যুব সংহতির সভাপতি আমির উদ্দিন রতন মেম্বার, ওলামা পার্টি দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সভাপতি জুনেদ আহমদ, ৫নং ওয়ার্ড জাপার সভাপতি মখছিন আলী, ৬নং ওয়ার্ড শাখার সভাপতি হাজী নমির মিয়া, সহ-সভাপতি আরজু মিয়া, ৭নং ওয়ার্ডের সভাপতি শেখ আহমদ আলী, সাধারণ সম্পাদক শেখ আব্দুল আহাদ, ৮নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মশাহিদ আলী, ৪নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক রজব আলী, ইউনিয়ন যুব সংহতির সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক মইন উদ্দিন প্রমুখ।