রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

‘শিওরখাল ওয়ান কমিউনিটি’-এর উদ্যোগে খাদ্য ও অর্থ বিতরণ



বালাগঞ্জ উপজেলার শিওরখাল গ্রামের সুবিধাবঞ্চিতদের মধ্যে গ্রামের প্রবাসীদের সংগঠন ‘শিওরখাল ওয়ান কমিউনিটি’র পক্ষ থেকে চাল, খাজুর ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পবিত্র রমজান মাস উপলক্ষে গত শনিবার (১০ এপ্রিল) দুপুরে গ্রামের ১শ ১০টি পরিবারের মধ্যে ১লাখ টাকার চাল, খাজুর এবং নগদ আরও ১লাখ ৫হাজার টাকা বিতরণ করা হয়।

শিওরখাল গ্রাম উন্নয়ন ও সমাজসেবায় নিবেদিত প্রথম প্রবাসী কমিউনিটি ‘শিওরখাল ওয়ান কমিউনিটি’র উদ্যোক্তা রেজওয়ান আলী কয়েছ, সংগঠনের বর্তমান সভাপতি সাজ্জাদ আলী, সহ-সভাপতি হাজী তুরন খান, সদস্য গিয়াস মিয়া, তফুর আলী, আনওয়ার আলী, মাওলানা মোহাম্মদ সালেহ আহমেদ খান, সেলিম খান, হায়দর আলী, কামরুল ইসলাম, এলাইছ মিয়া, খালিছ মিয়া, আব্দুল জলিল, ছালামত খান, সাহেদ খান, মিজানুর রহমান, ফজলু মিয়া, জাকির মিয়ার অর্থায়নে এসব খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ করা হয়। এছাড়াও সংগঠনের সদস্য না হয়েও এ মানবিক কাজে সাড়ে ৫হাজার টাকা অনুদান প্রদান করেছেন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মোহাম্মদ সাদিকুল ইসলাম।

এসব খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রামের বিশিষ্ট মুরুব্বি হাজী রুস্তম আলী, হাজী আব্দুল ওয়াহিদ, আব্দুস সাত্তার, মো. নজির মিয়া, জয়নাল খান, মো. নেফুর মিয়া, সমছু মিয়া, জুবায়ের খান রাজু, নূরুল মিয়া, হেলাল মিয়া, আব্দুশ শহীদ, আব্দুশ শুকুর, জহির খান, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৯ জানুয়ারি প্রতিষ্ঠিত ‘শিওরখাল ওয়ান কমিউনিটি’ বিগত ২বছর যাবত গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। ইতোমধ্যে গ্রামের সড়ক পাকাকরণ, অসুস্থদের চিকিৎসা সহায়তা প্রদান, গৃহনিমার্ণ করে দেয়াসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি এলাকাবাসীর কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। সংগঠনের কর্মকর্তারা জানিয়েছেন, তারা গ্রামের মানুষের জন্য কাজ করতে চান। তাদের বাড়তি কোনো চাওয়া-পাওয়া নেই। সংগঠনের নেতৃবৃন্দ গ্রামবাসী সকলের কাছে দোয়া কামনা করেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!