শনিবার, ৫ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে নতুন কম্পিউটার ল্যাব উদ্বোধন



সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নতুন কম্পিউটার ল্যাব গত বুধবার (৩ মে) উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন- নতুন এই অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ যুগোপযোগী শিক্ষার ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেলো। যার ফলে শিক্ষার্থীদের মানসম্মত গবেষণার পথ আরো সুগম হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ব্যবসায় অনুষদের ডিন ড. তাহের বিল্লাহ খলিফা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা চৌধুরী ড. মোকােম্মেল ওয়াহিদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান মাহফুজুল হাসানসহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই সোসাইটি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!