বাংলাদেশে বিগত এক বছরে বজ্রপাতে নিহত হয়েছেন ৩শ ৪০ জন লোক। জানাগেছে, ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের মে মাসের ৩ তারিখ পর্যন্ত বজ্রপাতে ৩শ ৪০ জন লোক নিহত হয়েছে। এর মধ্যে ২শ ৩৯ জন পুরুষ এবং ৩৫জন মহিলা ও শিশু ১২ জন।
বৃহস্পতিবার (৪মে ) আড়িয়াল বিলের পাশে ঢাকার নবাবগঞ্জে উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালী-টিকরপুর চকে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টোর্ম অ্যাওয়ারনেস ফোরাম (এসএসটিএফ) প্রায় ৩শ কৃষককে নিয়ে বজ্রপাত সম্পর্কে সচেতন মূলক কর্মসূচি পালন করে। এরপর মৃত্যুর এই পরিসংখ্যান প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশিম মোল্লা, গবেষণা সেলের প্রধান আব্দুল আলীম, নির্বাহী সদস্য মোস্তাক আহমেদসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা। সংগঠনের পক্ষ থেকে সভাপতি ড. কবিরুল বাশার ও সাধারণ সম্পাদক রাশিম মোল্লা বজ্রপাতে মৃত্যু কমাতে সরকারের কাছে দু’দফা দাবি জানিয়েছেন।
প্রথমত, মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বজ্রপাত সচেতনতা সম্পর্কিত বিষয়টি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। দ্বিতীয়, মাঠে মাঠে বজ্রনিরোধক টাওয়ার নির্মাণ ও উঁচু, দ্রুত বর্ধনশীল গাছ লাগাতে হবে।
জানাগেছে, সেভ দ্য সোসাইটি অ্যাণ্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম ২০১৯ সাল থেকে বজ্রপাতে হতাহতের পর্যবেক্ষণ করে আসছে