দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দির ইউনিয়নের চান্দাইয়ে এজি ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার হত দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান ১০ এপ্রিল শনিবার বিকালে চান্দাইস্থ মরহুম পীর আব্দুর রশিদের বাড়িতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য, সিলেট-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী হাবিবুর রহমান হাবিব।
এজি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সিলাম ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শাহ ওলিদুর রহমান, সমাজসেবী আব্দুস সালাম, সুবদ মিয়া, সিলেট জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, জেলা যুবলীগ নেতা শাহীন আলী, হাফিজ আব্দুর রব সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রায় দু’ শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পিয়াজ, তেল, খেজুর ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।