আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান আজ সোমবার সিলেটের হযরত শাহজালাল ও শাহপরাণ (রহঃ) এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
এ সময় কামরানের সাথে মাজার জিয়ারতে ও নির্বাচনী প্রচারণায় অংশ নেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুর উদ্দিন আহমদ, সিলেট-২ আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আনোয়ারুজ্জামান চৌধুরী। এছাড়া সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।